View:49
প্রতিষ্ঠাতা

“Equip Yourself” এটি নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউটের মূল দর্শন। এর ব্যাংলা অর্থ করলে কি দাঁড়ায় ? সহজ সরলভাবে আমরা বলি “নিজেক যোগ্য করে তোল”। আমরা যেভাবেই বেঁচে থাকিনা কেন অন্তিম বিচারে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, মেধা এক কথায় সামগ্রিক পারদর্শিতা ছাড়া টিকে থাকা যায় না। পৃথিবীটাতো যোগ্য লোকের জন্যই। যদি প্রশ্নটা সামনে এসে যায়, একজন ব্যাক্তি কিভাবে নিজেকে যোগ্য করে তুলবে? একটা উপায় হলো আত্মোন্নতি। কিন্তু আত্মোন্নতির উপায়তো আর একটা নয়, হাজারো উপায়ে, হাজারো ভাবে, নানা মতে, নানা পথে একজন মানুষ তার বোধের, তার সত্তার উন্নয়ন ঘটাতে পারে। ভবিষ্যৎ প্রান্তরে মেধার সবটুকু পাঁপড়ি মেলে, জ্ঞানের সবটুকু পরাগ ছড়িয়ে এই দেশ, এই মৃত্তিকা আর মানুষকে আপন ভালোবাসায় সিক্ত করে একজন প্রজ্ঞাবান ব্যক্তি হিসাবে (NSPI) এর ছাত্র-ছাত্রীরা গড়ে উঠবে। এই আয়োজন আমরা সম্পন্ন করেছি, জীবনের প্রত্যাশায় যারা স্বপ্ন দেখতে জানে, গভীর গোপনে যারা বুকের ভেতরে পুষে রেখে বহুদুর যাওয়ার বাসনায়-আত্মপ্রত্যয়ী, অমিত সম্ভাবনাময় সেইসব কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাগতম জানায় নবারুণ সার্ভে ইন্সটিটিউট
 
মোল্লা মোঃ কুদ্দুসুর রহমান হাসনাঈন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট
01736120012